
অনলাইন সেলসের ক্ষেত্রে ”ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৭” নীতিমালাঃ
১. অনলাইন থেকে পণ্য ক্রয় করলে সম্মানিত গ্রাহকগণ ডিজিটাল ক্যাম্পেইন অফারের আওতাভুক্ত হবেন। তবে কোনো নির্দিষ্ট মডেলের প্রোডাক্টের ক্ষেত্রে অনলাইনে অন্য কোন অফার চলমান থাকলে তা ডিজিটাল ক্যাম্পেইনের আওতাভুক্ত হবে না।
২. এসি প্রোডাক্টের ক্ষেত্রে ০২ (দুই) টন ক্ষমতার অধিক মডেলসমূহ এবং টিভি প্রোডাক্টের ক্ষেত্রে হট সেল/সুপার সেল অফারের আওতাভুক্ত মডেলসমূহ ছাড়াও অন্য প্রোডাক্টের ক্ষেত্রে স্পেশাল কোন অফার চলমান থাকলে তা এই ডিজিটাল ক্যাম্পেইনের আওতাভুক্ত হবে না।
৩. এই ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকের প্রাপ্ত ফ্রি পণ্যটি রেজিস্ট্রেশন করে পুনরায় পুরস্কার প্রাপ্ত হলে তা গ্রহণযোগ্য হবে না।
৪. কর্তৃপক্ষ এই নীতিমালা যেকোন সময় কোন পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই পরিবর্তন, পরিবর্ধন, স্থগিত কিংবা বাতিল করতে পারবেন।
৫. উক্ত নীতিমালা ০১ মার্চ, ২০২৩ থেকে কার্যকর হবে।