Walton - Kisti Program (কিস্তি প্রোগ্রাম)
কে / কারা ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয় করতে পারবেন?
বাংলাদেশের সকল প্রাপ্ত বয়স্ক ও মানসিকভাবে সুস্থ নাগরিক যিনি/যারা আইনানুগ ভাবে চুক্তি সম্পাদন করার যোগ্যতা রাখেন এবং যাদের বয়স ১৮-৬৫ বছর, সেই সকল নাগরিক ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয় করতে পারবেন।

ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধাসমূহ- 
১. সর্বোচ্চ ৩৬ মাসের কিস্তি সুবিধা।
২. ৪ মাস পর্যন্ত নগদ মূল্যের সুবিধা।
৩. সর্বনিম্ন ১০% থেকে ডাউনপেমেন্ট শুরু।
৪. ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জন্য ল্যাপটপ ক্রয়ে ১২ মাস পর্যন্ত বিশেষ কিস্তি সুবিধা।
৫. ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানায় সকল পণ্য ক্রয়ে ০ (শূণ্য) টাকা ডাউনপেমেন্টে ১২ মাসের বিশেষ কিস্তি সুবিধা।
৬. ক্যাশ, বিকাশ, নগদ, রকেট, নেক্সাস-পে, কার্ড (ডেবিট, ক্রেডিট) এর মাধ্যমে টাকা পরিশোধের সুবিধা।
৭. ওয়ালটন প্লাজা "কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা" নীতিমালার আওতায় বিভিন্ন বিশেষায়িত সুবিধা।
 
ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ-
১. ক্রেতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
২. ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩. ২ জন জামিনদার (তাদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, পাসপোর্ট সাইজ ছবি)।
৪. নমিনি ১ জন (পরিবারের সদস্য, ক্রেতার অবর্তমানে যিনি সুরক্ষা নীতিমালার সুবিধাপ্রাপ্ত হবেন) তার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজ ছবি।
 
কিস্তিতে পণ্য ক্রয় করতে ক্লিক করুন এখানে –
Apply for Kisti 
 
 

 

Payment Method

Copyright © 2024 and all rights reserved by - All Sister Concerns of WALTON Group